জকসু নির্বাচনের তফসিল ঘোষণা সোমবার
ছবি: সংগৃহীত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ঘণ্টা বেজেছে বিধিমালা প্রকাশের মধ্য দিয়ে। এরপর থেকেই গঠিত পাঁচ সদস্যের নির্বাচন কমিশন নির্বাচনি প্রস্তুতি শুরু করেছে। ইতোমধ্যে প্রকাশিত হয়েছে খসড়া আচরণবিধি। আগামী সোমবার (৩ নভেম্বর) ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল।
শনিবার (১ নভেম্বর) একাধিক সূত্র জানায়, তফসিল ঘোষণার আগে আগামীকাল রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সক্রিয় রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। বৈঠকে প্রার্থীদের আচরণবিধি, শৃঙ্খলাবিধি ও নির্বাচনি পরিবেশ বজায় রাখার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে।
সূত্র জানায়, আলোচনার ভিত্তিতে আচরণবিধির খসড়ায় প্রয়োজনীয় সংযোজন-বিয়োজন করে সেটি চূড়ান্ত করা হবে। এ বিষয়ে ছাত্র সংগঠনের নেতাদের মতামত নেবে কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়েছে, উপাচার্যের সভাকক্ষে রোববার সকাল ১০টায় এ সভা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সব কার্যকর ছাত্র সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সাংবাদিক সমিতি, প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি-সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়েছে।
জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান বলেন, ‘রোববার আমাদের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আমরা চাই পরিচ্ছন্ন ও অংশগ্রহণমূলক একটি জকসু নির্বাচন আয়োজন করতে। শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’
মোস্তফা হাসান বলেন, ‘ডোপ টেস্টের বিষয়টি আমরা প্রাথমিকভাবে বিবেচনায় নিয়েছি, যদিও এটি বেশ ব্যয়বহুল। এখনো নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়নি। সার্বিক পরিস্থিতি ও সংশ্লিষ্ট সবার মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নেব। আলোচনার পর সোমবার তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।’