জোড়া সেঞ্চুরিতে ৩১৮ রানে স্কোর নিউজিল্যান্ডের

জোড়া সেঞ্চুরিতে ৩১৮ রানে স্কোর নিউজিল্যান্ডের

ডেভন কনওয়ে এবং ড্রায়েল মিচেলে জোড়া সেঞ্চুরিতে বড় স্কোর পায় কিউইরা-

আজ ওয়েলিংটনে সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। বাংলাদেশ বেশ ভালোই খেলছিল। চেপে ধরেছিল নিউজিল্যান্ডকে। ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল কিউইরা। 

দলীয় ১২০ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল কিউইরা, ঠিক তখনই তাদের ত্রাতা হয়ে আসলেন ডেভন কনওয়ে এবং ড্রায়েল মিচেল। পঞ্চম উইকেটে গড়লেন ১৫৯ রানের দুর্দান্ত এক জুটি।

ডেভন কনওয়ে ১৭টি চারে ১১০ বলে ১২৬ রান করে মোস্তাফিজুর রহমানের শিকার হয়ে যখন ফিরছিলেন তখন স্কোরবোর্ডে কিউইদের রান সংখ্যা ২৭৯। শেষ দিকে ড্র্যায়েল মিচেলের ঝড়ো শতকে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ৩১৮ রান।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন রুবেল হোসেন। এ ছাড়া একটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজ, তাসকিন ও সৌম্য। দশ ওভারে ৮৭ রান খরচ করেছেন ফিজ, যা তার ক্যারিয়ারে সবচেয়ে রান খরচের রেকর্ড।

ওয়েলিংটনে টসে জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড তাদের নির্ধারিত ৫০ ওভারে করেছে ৬ উইকেটে ৩১৮ রান। কনওয়ে ১২৬ রান করেন ১১০ বলে। আর মিচেল ৯২ বলে ঠিক ১০০ রান করে অপরাজিত থাকেন।

বাংলাদেশের পক্ষে রুবেল হোসেন ৩টি এবং মোস্তাফিজ, তাসকিন আর সৌম্য ১টি করে উইকেট নিয়েছেন।