টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি

টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি

ছবি : সংগৃহীত

সাতক্ষীরার শ্যামনগরের যশোরেশ্বরী কালীমন্দির পরিদর্শন ও পূজা শেষে জাতির  জনক বঙ্গবন্ধূ শেখ মুজিবর রহমনের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ শনিবার( ২৭মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে তিনি সেখানে পৌঁছান। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানান।

সেখানে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন নরেন্দ্র মোদি।  বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ কমপ্লেক্সে নরেন্দ্র মোদি একটি গাছের চারা রোপণ করবেন বলে জানা গেছে।
এরপর সেখান থেকে তিনি যাবেন কাশিয়ানীর ওড়াকান্দিতে। সেখানে তিনি হরিচাঁদ ঠাকুরের বাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পূজা-অর্চনা করবেন। পরে তিনি মতুয়া প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।  এর আগে সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর গ্রামের যশোরেশ্বরী কালীমন্দিরে পূজা-প্রার্থনা করেন মোদি।  গোপালগঞ্জ সফর শেষে দুপুরে ঢাকায় ফিরবেন নরেন্দ্র মোদি।