আইপিএলের ছাড়পত্র পেলেন মোস্তাফিজ

আইপিএলের ছাড়পত্র পেলেন মোস্তাফিজ

আইপিএলের ছাড়পত্র পেলেন মোস্তাফিজ-

সাকিব আল হাসানের পর মোস্তাফিজুর রহমানকেও আইপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সাকিব আগাম ছুটি নিয়েছিলেন আইপিএল খেলার জন্য। মোস্তাফিজ বলেছিলেন, শ্রীলঙ্কা সফরে টেস্ট স্কোয়াডে থাকলে তিনি টেস্ট খেলবেন, কিন্তু স্কোয়াডে না থাকলে খেলবেন আইপিএল।

শেষ পর্যন্ত আইপিএল খেলতে পারছেন মোস্তাফিজ। এরই মধ্যে মোস্তাফিজকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে অনাপত্তিপত্র দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

প্রধান নির্বাচক নান্নু বলেছেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে মোস্তাফিজ টেস্টের পরিকল্পনায় নেই। এই কারণে আমরা তাকে আইপিএলের জন্য অনাপত্তিপত্র দিয়েছি। সেখানে (ভারতে) খেলা তার জন্য ভালো হবে, আরো কিছু অভিজ্ঞতা হবে।‘

আইপিএল খেলতে ইতোমধ্যে ভারতে গেছেন সাকিব। মোস্তাফিজ নিউজিল্যান্ড সফর শেষ করে এসেই ভারতে যাবেন। আগামী ৯ এপ্রিল থেকে শুরু হবে এবারের আইপিএল। প্রথম দুই আসরে মোস্তাফিজ খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদে। শেষ আসরে ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে। এবার তাকে ১ কোটি রুপি ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। অন্য দিকে সাকিব খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।