কুবি বিএনসিসির ১ম মহিলা সিইউও হচ্ছেন সুমি

কুবি বিএনসিসির ১ম মহিলা সিইউও হচ্ছেন সুমি

কুবি বিএনসিসির ১ম মহিলা সিইউও হচ্ছেন সুমি

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্লাটুনের ৭ম ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) নির্বাচিত হয়েছেন ক্যাডেট সার্জেন্ট আমেনা আক্তার সুমি। তিনি প্রত্নতত্ত্ব বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী। প্রথমবারের মতো প্লাটুনটি মহিলা সিইউও পেতে যাচ্ছে। গতকাল (২৮মার্চ) ময়নামতি রেজিমেন্টের সদর দপ্তরে ক্যাডেট আন্ডার অফিসার(সিইউও) পদের জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সদ্য পদোন্নতি পাওয়া ক্যাডেট আন্ডার অফিসার আমেনা আক্তার সুমি নিজের অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, ২০১৮ সাল থেকে বিএনসিসির একজন ক্যাডেট হিসেবে কুবি প্লাটুনের জন্য কাজ করে আসছি।

এটি আমার ভালোবাসার জায়গা। তাই আমি কুবি প্লাটুনের জন্য সর্বোচ্চটা দিতে চেষ্টা করবো সমসময়। উল্লেখ্য,আগামী ১ আগস্ট থেকে কুবি প্লাটুনের নতুন ক্যাডেট আন্ডার অফিসার(সিইউও) হিসেবে দায়িত্ব পালন করবেন ক্যাডেট সার্জেন্ট আমেনা আক্তার সুমি।