মিয়ানমারে সামরিক জান্তার আক্রশে মৃত্যু পাঁচশতাধিক

মিয়ানমারে সামরিক জান্তার আক্রশে মৃত্যু পাঁচশতাধিক

মিয়ানমারে সামরিক জান্তার আক্রশে মৃত্যু পাঁচশতাধিক- ছবি: সংগৃহীত

মিয়ানমারে সামরিক বাহিনী ক্ষমতার নিয়ন্ত্রণ গ্রহণের পর সেনাদের নির্যাতনে সেখানে পাঁচশতাধিকের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ মার্চ) স্থানীয় একটি মানবাধিকার গোষ্ঠী এমন তথ্য দিয়েছে।

অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনার্স (এএপিপি) নামের একটি সংগঠন বলছে, সোমবারও সামরিক বাহিনীর সহিংসতায় ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এদিন বালুর বস্তার ব্যারিকেড সরিয়ে দিতে আগের চেয়েও ভারী অস্ত্র ব্যবহার করতে দেখা গেছে সেনাদের। যদিও তা কী ধরনের অস্ত্র ছিল; তা পরিষ্কার হওয়া যায়নি।

বার্তা সংস্থা রয়টার্স ও এএফপি এমন খবর দিয়েছে।

গণতন্ত্রকামী আন্দোলনকারীরা সোমবার রাতে প্রদীপ জ্বেলে নিহতদের স্মরণ করেছে। মঙ্গলবার শুরু হয়েছে তাদের নতুন এক কর্মসূচি- ‘গার্বেজ স্ট্রাইক’।

এ কর্মসূচিতে নাগরিকদের ঘরের আবর্জনা রাস্তার মোড়ে ছুড়ে ফেলে সামরিক জান্তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বলা হচ্ছে।

ইতিমধ্যে বাণিজ্যচুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। আর সপ্তাহের শেষ দিনে প্রাণঘাতী ধরপাকড়ে শতাধিক লোক নিহত হওয়ার পর জান্তা সরকারকে চাপ দিতে ঐক্যবদ্ধ বৈশ্বিক ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনি গুতেরেস।