আমার দৃষ্টি

আমার দৃষ্টি

বিপুল জামান লিখন

বিপুল জামান লিখন

আমার দৃষ্টি তোমার দিকে নয়;
শাড়ির বাজে লুকিয়ে থাকা সুরভী
বুকের ভেতরে আলগা প্রশস্ত ভালবাসা
কিংবা লগ্ন শারীরিক তৃপ্তি নয়;
অনুভূতির দরজা নাড়া তো দূরের কথা
ভালবাসি কথা বলবো না
পথিকের হাত ধরে চলি,তাই
তোমার সৌন্দর্য ভাল লাগতেই পারে
পাশে বসা,চুমু,কেয়ালিপনার বৃষ্টি ফাঁকে
মিটি মিটি অঙ্গাঅঙ্গি করা
এসবের কিছুই আমায় স্পর্শ করে না
আমি চাই,আমার দৃষ্টি তোমার দিকে থাক
আমি তোমার মতো নই যে প্রেমপ্রীতি দিবো তোমার মতো করে।

কবি: শিক্ষার্থী, পদার্থ বিজ্ঞান বিভাগ
নেত্রকোণা সরকারি কলেজ।