কোভিড ভ্যাকসিন ছাড়াই রমজানে ওমরাহর অনুমতি

কোভিড ভ্যাকসিন ছাড়াই রমজানে ওমরাহর অনুমতি

কোভিড ভ্যাকসিন ছাড়াই রমজানে ওমরাহর অনুমতি- ছবি: সংগৃহীত

চলতি বছরের রজমানে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ ছাড়াই পবিত্র ওমরাহ করা যাবে বলে সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় অনুমতি দিয়েছে।

টিকা গ্রহন নিয়ে এক প্রশ্নের জবাবে সৌদি মন্ত্রণালয় এক টুইটারে জানায়, রমজানের সময় ওমরাহ পালনের অনুমতি লাভের জন্য টিকা গ্রহণের শর্তটি প্রযোজ্য হবে না।

অবশ্য চলতি সপ্তাহের প্রথম দিকে মন্ত্রণালয়টি এক বিজ্ঞপ্তিতে জানায়, হজ ও ওমরাহর সাথে জড়িত সব স্টাফকে ১২ এপ্রিলের মধ্যে টিকা দিতে হবে। আর যেসব কর্মী টিকা গ্রহণ করেনি, তারা যে করোনাভাইরাসে আক্রান্ত নয়, ওই মর্মে একটি সনদ জমা দিতে হবে এবং প্রতি সাত দিন পরপর প্রতিষ্ঠানের খরচে তাদের করোনা পরীক্ষা করতে হবে।

এদিকে মিউনিসিপ্যাল, পল্লী ও গৃহায়ণবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, তারা সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য রজমানের সময় সমাবেশের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পালনের জন্য নজরদারি আরো জোরদার করবে।

করোনাভাইরাসের ১১টি ঘটনা জানার পর সৌদি আরবের বিভিন্ন স্থানে ১১টি মসজিদ কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে।
সূত্র : আরব নিউজ