রাজধানীতে পুলিশের সাথে দোকানিদের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীতে পুলিশের সাথে দোকানিদের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীতে পুলিশের সাথে দোকানিদের ধাওয়া-পাল্টা ধাওয়া

রাজধানীর গুলিস্তান এলাকায় দোকানদারদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিআরটিসি কাউন্টারের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

জানা যায়, দেশব্যাপী এক সপ্তাহের লকডাউন চলছে। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেয়ার দাবিতে বুধবার বেলা ১১টার দিকে গুলিস্তান এলাকায় ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির ব্যানারে দোকানিরা ফুলবাড়িয়া সুপার মার্কেট–২–এর সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। বিভিন্ন পোস্টার ও ব্যানার নিয়ে বিক্ষোভ করেন দোকানিরা।

পরে তারা বিআরটিসি কাউন্টারের সামনের সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশকে লক্ষ্য করে দোকানিরা ইটপাটকেল ছুড়তে থাকেন। একপর্যায়ে পুলিশ তাদের নিবৃত্ত করার চেষ্টা করে। পরে দোকানিরা ওই এলাকা ছেড়ে চলে যান।

পরে ঢাকা রেডিমেড গার্মেন্টস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি মো: আবদুল মান্নান কর্মসূচির ইতি টেনে দোকানির উদ্দেশে বক্তব্য দেন। এ সময় তিনি দু–এক দিনের মধ্যে দোকান খুলতে না দিলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন। এই ব্যবসায়ীনেতা বলেন, প্রয়োজনে নিজেরাই দোকান খুলবেন। ধুঁকে ধুঁকে মরার চেয়ে একবারে মরাই অনেক ভালো।