যশোর জেলায় বোরো মৌসুমে নমুনা শস্য কর্তন উৎসবের উদ্বোধন

যশোর জেলায় বোরো মৌসুমে নমুনা শস্য কর্তন উৎসবের উদ্বোধন

যশোর জেলায় বোরো মৌসুমে নমুনা শস্য কর্তন উৎসবের উদ্বোধন

‘বৃহত্তর কুষ্টিয়া ও যশোর অল কৃষি উন্নয়ন প্রকল্পের’ আওতায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে যশোর জেলায় বোরো মৌসুমে নমুনা শস্য কর্তন উৎসব এর উদ্বোধন হয়েছে। 

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে যশোর সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান। আরও উপস্থিত ছিলেন,পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, আ লিক কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত-পরিচালক  কৃষিবিদ জাহিদুল আমিন, জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস, কৃষিবিদ দীপঙ্কর দাস, নরেন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান মোদাসসের আলী।

পর্যায়ক্রমে জেলায় ২০ টি কম্বাইন হারভেস্টার মেশিন সরকার কর্তৃক ভর্তুকিকৃত মূল্যে কৃষকদের মাঝে দেয়া হবে। অনুষ্ঠানে ১০০ জন কৃষক স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।