বাংলাদেশ, ব্রিটিশ-বাংলাদেশী সম্প্রদায় ফিলিপসের মৃত্যুতে সত্যিকার বন্ধু হারাল : প্রধানমন্ত্রী

বাংলাদেশ, ব্রিটিশ-বাংলাদেশী সম্প্রদায় ফিলিপসের মৃত্যুতে সত্যিকার বন্ধু হারাল : প্রধানমন্ত্রী

বাংলাদেশ, ব্রিটিশ-বাংলাদেশী সম্প্রদায় ফিলিপসের মৃত্যুতে সত্যিকার বন্ধু হারাল : প্রধানমন্ত্রী

ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপসের প্রয়াণে বাংলাদেশ এবং ব্রিটিশ-বাংলাদেশী সম্প্রদায় সত্যিকারের বন্ধু ও মিত্রকে হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, তিনি শনিবার রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে স্বাক্ষরিত এক শোকবার্তায় এ কথা জানিয়েছেন।

চিঠিতে তিনি বলেছেন, ‘বাংলাদেশের জনগণের কাছে এইচআরএইচ ডিউক সর্বদা দায়িত্ব ও সম্মানের উদাহরণ হয়ে থাকবেন। এবং আপনার মহিমা এবং কমনওয়েলথ জনগণের পক্ষে শক্তি ও সমর্থনের একটি স্তম্ভ হিসাবে থাকবেন।’তিনি ডিউক অফ এডিনবার্গের সাথে রানির বাংলাদেশে দুইটি ঐতিহাসিক সফরের কথা স্মরণ করেন।

প্রধানমন্ত্রী সমবেদনা জানিয়ে প্রার্থনা করেন, ‘সর্বশক্তিমান এই অপূরণীয় ক্ষতি সইবার জন্য আপনাকে, শোকার্ত রাজপরিবারের সদস্য এবং যুক্তরাজ্যের জনগণকে মনোবল ও সাহস দান করুন।’

সূত্র : ইউএনবি