১৭০ বছরের ইতিহাসে প্রথম নারী সম্পাদক পাচ্ছে রয়টার্স

১৭০ বছরের ইতিহাসে প্রথম নারী সম্পাদক পাচ্ছে রয়টার্স

আলেসান্দ্রা গ্যালোনি

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের ১৭০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী সম্পাদক হচ্ছেন। মঙ্গলবারের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থাটি। পরবর্তী প্রধান সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়েছে আলেসান্দ্রা গ্যালোনির নাম।

খবরে বলা হয়, ইতালির রোমের অধিবাসী ৪৭ বছর বয়সী গ্যালোনি রয়টার্সের বর্তমান সম্পাদক স্টিফেন জে অ্যাডলারের স্থলাভিষিক্ত হবেন। চলতি মাসে অ্যাডলারের মেয়াদ শেষ হবে। আলেসান্দা গ্যালোনি এখন রয়টার্সের শীর্ষস্থানীয় সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

চার ভাষায় পারদর্শী গ্যালোনির রয়েছে ব্যবসা ও রাজনৈতিক বিটে সাংবাদিকতার দীর্ঘ অভিজ্ঞতা। রয়টার্সের আগে তিনি যুক্তরাষ্ট্রের বিজনেস ডেইলি ওয়াল স্ট্রিট জার্নালেও কাজ করেছেন। রয়টার্স বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মুখে গ্যালোনি এর নেতৃত্ব নিচ্ছেন।

গ্যালোনি রয়টার্সের বৈশ্বিক ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্বও পালন করেছেন এক সময়। তিনি বিশ্বের দুই শতাধিক স্থানে কাজ করা রয়টার্সের সাংবাদিকদের দেখভালের দায়িত্বেও ছিলেন।রয়টার্স ডিজিটালের উন্নতি করা তার লক্ষ্য বলে জানিয়েছেন গ্যালোনি।