যশোরে ককটেল বিস্ফোরণে ৬ বছরের এক শিশু নিহত

যশোরে ককটেল বিস্ফোরণে ৬ বছরের এক শিশু নিহত

যশোরে ককটেল বিস্ফোরণে ৬ বছরের এক শিশু নিহত

যশোরের কেশবপুরে বাউশলা গ্রামে ককটেল বিস্ফোরণে ৬ বছরের এক শিশু নিহত এবং শিশুটির মা ও বোন আহত হয়েছেন।পুলিশ জানায়,আজ দুপুর ১ টার দিকে যশোর জেলার কেশবপুরের ৪নং বিদ্যানন্দকাটি ইউনিয়নের বাউশলা গ্রামে ইউনিয়ন চেয়ারম্যান আমজাদ হোসেনের ভাইয়ের মাছের ঘের থেকে দিনমজুর মিজানুর রহমান, সিরাজুল ইসলাম ও ওহিদ একটি শ্যালো মেশিন তুলে এনে তার বাড়ীর পাশে রেখে দেয়।

পরে মিজানুর রহমানের স্ত্রী নিলুফা খাতুন ও তার ৬ বছরের ছেলে আব্দুর রহমান , ৪ বছরের মেয়ে মারুফা  মেশিনের কাছে গেলে ছেলে আব্দুর রহমান মেশিনের পাইপের মধ্যে হাত ঢুকিয়ে পলিথিনে মোড়ানো একটি বস্তু দেখে। সে সেটি বের করে আনে এবং সেটা ধরে মাটিতে স্বজোরে আঘাত করে।

ফলে পলিথিনে থাকা জর্দ্দার কৌটায় মোড়ানো ককটেল বিস্ফোরিত হয়। এতে আব্দুর রহমান ককটেলের আঘাতে ঘটনাস্থলেই মারা যায় এবং সাথে থাকা তার মা নিলুফা খাতুন ও বোন মারুফা গুরুতর আহত হয়। আহতদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। লাশ সদর হাসপাতাল মর্গে আছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে।