জান্তা সরকারের হাত থেকে ২৩ হাজার বন্দির মুক্তি মিলল

জান্তা সরকারের হাত থেকে ২৩ হাজার বন্দির মুক্তি মিলল

মুক্তিপ্রাপ্ত বন্দিদের সঙ্গে স্বজনদের আনন্দঘন মুহূর্ত। ছবি: আলজাজিরা

দেশটির নববর্ষ উপলক্ষে মিয়ানমারের সামরিক জান্তা সরকার ২৩ হাজারেরও বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে। মিয়ানমারের কারা কর্তৃপক্ষের মুখপাত্রের বরাত দিয়ে আর্ন্তজাতিক গণমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয় , মায়ানমারে ঐতিহ্যগতভাবে শনিবার তাদের বছরের প্রথম দিন। এবং নববর্ষ উপলক্ষে ৫ দিনের ছুটির শেষ দিনে তারা বৌদ্ধ বিহারে গিয়ে নববর্ষ উদযাপন করে এবং রাস্তায় রঙ্গিন পানি ছোড়া খেলে।

নববর্ষকে উপলক্ষ করে ২৩ হাজার ১৮৪ জনকে নববর্ষ উপলক্ষে মুক্তি দিয়েছে জান্তা সরকার। 

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, মুক্তি পাওয়া বন্দিদের ১৩৭ জন বিদেশি। তাদের মধ্যে, সাম্প্রতিক আন্দোলন থেকে আটককৃতরা রয়েছেন কিনা, তা অনিশ্চিত। ফেব্রুয়ারিতে, সেনা অভ্যুত্থানের পর সহিংসতায় মারা গেছেন ৭২৬ জন। বন্দি হয়েছেন অং সান সু চি'সহ কমপক্ষে ৩ হাজার মানুষ।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারিতে মিয়ানমারে সামরিক বাহিনী দেশের ক্ষমতা হাতে নেয়। দেশটির স্টেট কাউন্সিলর অং সাং সুচিসহ অনেক নেতাকে গ্রেফতার করা হয়।