বিশ্বে কোভিড-১৯: ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যাক আক্রান্ত

বিশ্বে কোভিড-১৯: ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যাক আক্রান্ত

প্রতীকী ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে থমকে আছে গোটা বিশ্ব। এই ভাইরাসে প্রতিদিন আক্রান্ত হচ্ছে লাখের বেশি মানুষ আর মৃত্যুর কোলে ঢলে পড়ছে কয়েক হাজার মানুষ।  গত ২৪ ঘন্টায় রেকর্ড সংখ্যাক ৭লাখের বেশি আক্রান্ত হয়েছে।

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ইউরোপসহ বিশ্বের অনেক দেশ করোনার দ্বিতীয় ধাক্কা রোধে লকডাউন ঘোষণা করেছে।  বাংলাদেশেও করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে প্রতিদিন রেকর্ড সংখ্যাক মৃত্যূ ও আক্রান্ত হচ্ছে । শুরু হয়েছে কঠোর লকডাউন।  বিশ্বের বেশ কয়েকটি দেশে করোনার নতুন রুপ ছড়িয়ে পড়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৯ এপ্রিল) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন ৯ হাজার ৪১৮ জন এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯ হাজার ৪৩৭ জন। এ নিয়ে বিশ্বে মোট করোনায় মৃত্যু হয়েছে ৩০ লাখ ৩২ হাজার ৮৬২ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৪ কোটি ১৯ লাখ ৯৯ হাজার ২৭৮ জন। এ ছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ কোটি ৫৩ লাখ এক হাজার ৫৮১ জন।