ভারতে করোনা সংক্রমণ তিন লক্ষে পৌঁছল, মৃত্যু বেড়ে ২ হাজার ১০৪

ভারতে করোনা সংক্রমণ তিন লক্ষে পৌঁছল, মৃত্যু বেড়ে ২ হাজার ১০৪

ভারতে করোনা সংক্রমণ তিন লক্ষে পৌঁছল, মৃত্যু বেড়ে ২ হাজার ১০৪- ছবি: ডয়েচে ভেলে

ভারতে এক দিনে ৩ লক্ষ মানুষ প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হলেন। দেশটিতে তো বটেই, বিশ্বেও এই প্রথম কোনও একটি দেশে একদিনে ৩ লক্ষাধিক আক্রান্ত হলেন। গত বছর কোভিডের প্রথম ঢেউয়ে ভারতে আক্রান্ত সংখ্যা ১ লক্ষও পার হয়নি। এ বছর ৫ এপ্রিল প্রথমবার দৈনিক আক্রান্ত ১ লক্ষ পার করে। তার ১০ দিন পর, ১৫ এপ্রিল ছাড়ায় দু’লক্ষের গণ্ডি। এর এক সপ্তাহ পরই ছাড়াল তিন লক্ষ।

বৃহস্পতিবার ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ১৪ হাজার ৮৩৫ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৫৯ লক্ষ ৩০ হাজার ৯৬৫ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে দু’হাজার ১০৪ জনের। ৫ এপ্রিল দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪৭৮। গত দু’দিন ধরে তা দু’হাজার ছাড়াচ্ছে। -আনন্দবাজার