ইস্তেসকার নামাজ, অতপর পাবনায় স্বস্তির বৃষ্টি

ইস্তেসকার নামাজ, অতপর পাবনায় স্বস্তির বৃষ্টি

ছবি : প্রতিনিধি

টানা এক সপ্তাহ তাপদাহের পর স্বস্তির বৃষ্টির হলো পাবনায়। শীতল পরিবেশে সমস্ত প্রাণীকূল যেন কিছুটা হাফ ছেড়ে বাঁচল। বিশেষ করে প্রশান্তি ফিরেছে রোযাদারদের মধ্যে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) পাবনায় সারাদিন ঠান্ডাভাব বিরাজ করে।বুধবার (২১ এপ্রিল) সন্ধ্যায় এ কাক্সিক্ষত বৃষ্টি হয়। স্বস্তির বৃষ্টিতে টানা দাবদাহে থেকে যেন হাফ ছেড়ে বেঁচেছেন পাবনার মানুষ।

আবহাওয়া অফিসের তথ্য মতে, পাবনার ওপর দিয়ে গত এক সপ্তাহেরও বেশি সময় থেকে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। এরপর মৃদু তাপপ্রবাহ রূপ নেয় মাঝারিতে। সর্বশেষ মাঝারি তাপপ্রবাহ তীব্র তাপপ্রবাহে পরিণত হয়।পাবনার তাপমাত্রার পারদ ওঠে ৩৯ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াসে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য হাহাকার পরে গিয়েছিল।

অবশেষে বুধবার সন্ধ্যায় কাক্সিক্ষত বৃষ্টির দেখা মিলে। বিকেল সাড়ে ৫টার পর পাবনার উত্তর-পশ্চিম আকাশ কালো মেঘে ছেঁয়ে যায়। এরপর সন্ধ্যা ৭টা ২০ মিনিটে নামে সেই কাক্সিক্ষত বৃষ্টি। দীর্ঘ সময় ধরে মৃদু বাতাসের সাথে অঝরে বৃষ্টি হয়। বৃষ্টির সঙ্গে বয়ে চলা হিমেল বাতাস যেন রোদে ঝলসানো মানুষগুলোর শরীরে এখন বাড়তি সুখানুভূতি ছড়িয়ে দেয়। বৃষ্টি শুরুর পর থেকেই পাবনার অনেক স্থানেই বিদ্যুৎহীন হয়ে পড়ে।

বৃষ্টির জন্য দু’দিন আগে পাবনা ও কুষ্টিয়াবাসী একত্রিত হয়ে খোলা মাঠে ইস্তেসকার নামাজ আদায় করেন।