আলোর স্বল্পতায় শেষ হলো দ্বিতীয় দিন: টাইগারদের সংগ্রহ ৪৭৪ রান

আলোর স্বল্পতায় শেষ হলো দ্বিতীয় দিন: টাইগারদের সংগ্রহ ৪৭৪ রান

আলোর স্বল্পতার কারণে দ্বিতীয় দিনের ২৫ ওভার বাকী থাকতেই মাঠ ছাড়েন মুশফিক-লিটন- সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে চালকের আসনে রয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২২ এপ্রিল) ক্যান্ডির পাল্লেকেলেতে ম্যাচের দ্বিতীয় দিনেও দুর্দান্ত ব্যাটিং করেছে মুমিনুলরা। শতক হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হক।

মাত্র ৪ উইকেট খুইয়ে তৃতীয় সেশন শুরুর খানিক পরই বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৪৭৪ রানে। দুই ব্যাটসম্যান মুশফিকুর রহীম আর লিটন কুমার দাস বাংলাদেশের রানকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। এর মধ্যেই আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ হয়ে যায়।
মুমিনুলের বিদায়ের পর লিটন দাসকে নিয়ে দ্বিতীয় দিন শেষ করেন মি. ডিপেন্ডেবল মুশফিকুর রহিম।

মুশফিক অপরাজিত ১০৭ বলে ৪৩ রানে। অন্যদিকে অনেকটা ওয়ানডে মেজাজে খেলে ৩৯ বলে ২৫ রান জমা করে ফেলেছেন লিটন দাস।

আলোর স্বল্পতার কারণে শ্রীলঙ্কার স্থানীয় সময় বিকাল ৪টায় খেলা বন্ধ হয়ে যায়।

পাল্লেকেলের আকাশে ঘনকালো মেঘ দেখা যাওয়ার কারণে আলোর স্বল্পতা দেখা দেয়। বৃষ্টি আসতে পারে ভেবে ত্রিপল দিয়ে উইকেট ঢেকে দিয়েছেন গ্রাউন্ড স্টাফরা। দিনের ২৫ ওভার বাকি ছিল।

শান্ত-মুমিনুলের ২৪২ রানের জুটি তালিকায় দ্বিতীয়। পাল্লেকেলে টেস্টে ২৪২ রানের জুটিতে শান্ত ও মুমিনুল খরচ করেছেন ৫১৪ বল।

১২৪তম ওভারে শান্তকে নিজের ফিরতি বলে ক্যাচে পরিণত করেন কুমারা।

শান্তর সাজঘরে ফেরার পর মুমিনুলও ফেরেন। ৩০৪ বল খেলে ১২৭ রান করে সাজঘরে ফেরেন তিনি। ধনঞ্জয়ার বলে প্রথম স্লিপে থিরিমান্নের হাতে ক্যাচ তুলে দেন মুমিনুল।

দ্বিতীয় দিনে এ দুটি উইকেটই প্রাপ্তি শ্রীলংকার। প্রথম দিনের প্রাপ্তি ছিল একটি। ওয়ানডে মেজাজে খেলা ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে নার্ভাস নাইনটিতে আউট করেছিলেন বিশ্ব ফার্নান্দো।