ভারতে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৩

ভারতে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৩

ভারতে কোভিড হাসপাতালে আগুন, মৃত্যু ১৩- সংগৃহীত ছবি

ভারতজুড়ে ক্রমশই বাড়ছে করোনা। হাসপাতালগুলোতে রোগীদের ভিড়। বেড খালি নেই, নেই অক্সিজেনের সরবরাহ। এমন পরিস্থিতিতে করোনা হাসপাতালেই লাগল আগুন। মহারাষ্ট্রের পালঘর জেলার বিজয় বল্লভ হাসপাতালে শুক্রবার (২৩ এপ্রিল) স্থানীয় সময় ভোররাত ৩ টার দিকে আগুন লাগে। ঘটনায় ১৩ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।
 
হাসপাতালের প্রধান দিলীপ জৈন একথা জানিয়েছেন। তিনি বলেছেন, ভাসাইয়ের এই কোভিড হাসপাতালে এদিন সকালে করোনা কন্ট্রোল রুমে হাঠাৎ আগুন লাগে। ঘড়িতে তখন ভোর ৩ টে বেজে ১৫ মিনিট। মনে করা হচ্ছে এয়ার কন্ডিশনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। প্রথম আগুন লাগে আইসিইউ ওয়ার্ডে। তারপর আগুন ছড়িয়ে পড়ে। যদিও ঘণ্টা দুয়েকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। সকাল সাড়ে ৫টার মধ্যে আগুন নিভিয়ে দেন ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালের আইসিইউতে ১৭ জন করোনা রোগী ভর্তি ছিলেন। ৫ জনকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সমবেদনা জানিয়েছেন রাজনাথ সিংও। মহারাষ্ট্রের মন্ত্রী একনাথ শিন্ডে জানিয়েছেন মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। -কোলকাত২৪