৫৪১ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের

৫৪১ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের

৫৪১ রানে ইনিংস ঘোষণা বাংলাদেশের-

শ্রীলঙ্কা টেস্টের তৃতীয় দিনে ৫৪১ রানে ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। আগের দিনে অপরাজিত মুশফিকের ৪৩ রান এবং লিটনের ২৫ রানে তৃতীয় দিন শুরু করে বাংলাদেশ।

এদিন খেলায় ১২০ বলে ক্যারিয়ারের ২৩তম হাফ সেঞ্চুরি উদযাপন করলেন সাবেক অধিনায়ক। ক্যান্ডি টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফিফটির দেখা পেলেন মুশফিকুর রহিম। তিনটি ডাবল সেঞ্চুরির মালিকের ফিফটির পর সফরকারীদের দলীয় সংগ্রহ ৫০০ এর ঘরে পৌঁছায়। এনিয়ে টেস্ট ইতিহাসে ১১ বার পাঁচশ করলো বাংলাদেশ।

মুশফিকুর রহিমের পর তৃতীয় দিনের প্রথম সেশনে ক্যারিয়ারের অষ্টম হাফ সেঞ্চুরি করলেন লিটন। ৬৬ বলে ৫ চার ও ১ ছয়ে পঞ্চাশ করেন তিনি। কিন্তু পরের বলেই গালিতে ওশাডা ফার্নান্ডোর ক্যাচ হন, তাকে মাঠছাড়া করেন বিশ্ব ফার্নান্ডো।

এরপর মুশফিকের সাথে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেন নি মেহেদী হাসান। ১৫ বলে ৩ রান করে লাকমালের বলে ক্যাচ তুলে বিদায় নেন। মেহেদীর মত তাইজুলও বেশিক্ষণ ক্রিসে থাকতে পারেন নি। ফার্নান্ডোর বলে ক্যাচ দিয়ে বিদায় নেন।

শেষ পর্যন্ত মুশফিক ৬৭ এবং তাসকিন ৬ রানে অপরাজিত থাকেন। ৫৪১ রানে বাংলাদেশ ইনিংস ঘোষণা করে।