বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পার্সপোর্ট যাত্রী চলাচল বন্ধ

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পার্সপোর্ট যাত্রী চলাচল বন্ধ

বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পার্সপোর্ট যাত্রী চলাচল বন্ধ

ভারতে করোনা প্রকোপ বেড়ে যাওয়ায় আজ সোমবার থেকে দুই সপ্তাহ বাংলাদেশ-ভারত সীমান্তে লোকজনের যাতায়াত বন্ধ থাকায় বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পার্সপোর্ট যাত্রী চলাচল বন্ধ রয়েছে। তবে স্থলবন্দরে পণ্য আমদানি-রপ্তানি চলছে।

আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ২৬ এপ্রিল সকাল ৬টা থেকে ৯ মে বিকেল ৬টা পর্যন্ত স্থল বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে সাধারণ মানুষের চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে।

১৫ দিনের ভিসার মেয়াদ নিয়ে চিকিৎসাসহ বিভিন্ন কারণে ভারতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকরা দিল্লি, কলকাতা এবং আগরতলার বাংলাদেশ মিশনের অনুমতি দিয়ে দেশে ফিরতে পারবেন। এ ক্ষেত্রে তারা কেবল বেনাপোল, আখাউড়া এবং বুড়িমারী বন্দর ব্যবহার করতে পারবেন। তবে নাগরিকদের বাধ্যতামূলক প্রবেশের ৭২ ঘণ্টা সময়ে টেস্ট করা কোভিড নেগেটিভ সার্টিফিকেট লাগবে।

আমদানি পণ্য বহনকারী গাড়িগুলো বাংলাদেশে প্রবেশের আগে যথাযথ ভাবে জীবাণুমুক্ত করে সংশ্লিষ্ট চালক ও হেলপারকে কঠোর ভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হচ্ছে।ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের পরিস্থিতিতে বাংলাদেশ সরকার স্থলসীমান্ত বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ১৪ দিনের জন্য।