একটি অ্যাম্বুল্যান্সে করোনায় মৃত ২২ লাশ, ভারতের করুণ ছবি

একটি অ্যাম্বুল্যান্সে করোনায় মৃত ২২ লাশ, ভারতের করুণ ছবি

গাদাগাদি করে রাখা হয়েছে কোভিড রোগীর লাশ - ছবি : আনন্দবাজার পত্রিকা

হাসপাতালের মর্গের বাইরে রাখা আছে অ্যাম্বুল্যান্স। তাতে কোভিডে মৃতদের লাশ চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সৎকারের জন্য। জায়গা নেই, তবু গাদাগাদি করেই একটি অ্যাম্বুল্যান্সে তোলা হয়েছে ২২টি লাশ। একটির উপর একাধিক বস্তাবন্দি লাশ চাপানো রয়েছে সেই গাড়িতে। এই ভয়াবহ চিত্র দেখা গেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের বীড জেলার অম্বেজোগাইয়ে।

সেখানকার স্বামী রামানন্দ তীর্থ মরাঠাওয়াড়া সরকারি মেডিক্যাল কলেজের ঘটনা এটি। স্থানীয় সূত্রে জানা গেছে, লাশ এভাবে তোলার সময় সেখানে উপস্থিত ছিল পুলিশ। অভিযোগ, মৃত রোগীর আত্মীয়রা অ্যাম্বুল্যান্সে লাশ তোলার ছবি তুলতে গেলে তাদের মোবাইল কেড়ে নেয়া হয়। এই লাশগুলো সৎকার হওয়ার পর মোবাইল ফোন ফেরত দেয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

ঘটনার কথা ছড়িয়ে পড়তেই নড়ে চড়ে বসেছে সেখানকার প্রশাসন। ঘটনা নিয়ে বীড জেলার জেলাশাসক রবীন্দ্র জগতপ এক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘অম্বেজোগাইয়ের অতিরিক্ত জেলাশাসককে ঘটনা নিয়ে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। যদি কারো দোষ থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

ওই হাসপাতালের ডিন শিবাজি সুকরে বলেছেন, ‘সৎকার করতে লাশ নিয়ে যাওয়ার জন্য মাত্র দু’টি অ্যাম্বুল্যান্স রয়েছে। আমরা আরো অ্যাম্বুল্যান্সের দাবি জানিয়েছি। কেউ মারা গেলে স্থানীয় প্রশাসনের হাতে লাশ তুলে দেয়া অবধি আমাদের দায়িত্ব। তারা কী ভাবে তা নিয়ে যাবে, তা আমাদের নিয়ন্ত্রণে নেই।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা