ভারতে করোনায় একদিনে মৃত্যু ৩৬৪৫ জন

ভারতে করোনায় একদিনে মৃত্যু ৩৬৪৫ জন

ভারতের নয়া দিল্লি মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। লাশ দাহ করার জন্যও পর্যাপ্ত কাঠ নেই-

করোনা মহামারিতে এখন হট স্পটে পরিণত হয়েছে ভারত। প্রতিদিনই মৃত্যু এবং আক্রান্তে রেকর্ড করছে দেশটি। ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ফের বাড়ল দেশটিতে। সেই সঙ্গে একদিনে মৃত্যুও এই প্রথম বার সাড়ে তিন হাজার পেরিয়ে গেছে। এই আক্রান্ত বৃদ্ধির জেরে দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা ৩০ লক্ষ ছাড়িয়ে গেছে।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রনালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৭৯ হাজার ২৫৭ জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৮৩ লক্ষ ৭৬ হাজার ৫২৪ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৩ হাজার ৬৪৫ জনের। একদিনে মৃত্যুর পারিসংখ্যানে এই সংখ্যা সমগ্র মহামারি পর্বে ভারতে সর্বোচ্চ। গত বছর থেকে প্রাণঘাতি এ ভাইরাস ২ লক্ষ ৪ হাজার ৮৩২ জনের প্রাণ কেড়েছে। -আনন্দবাজার