ইসরাইলে পদদলিত হয়ে ৩৮ ইহুদি তীর্থযাত্রী নিহত

ইসরাইলে পদদলিত হয়ে ৩৮ ইহুদি তীর্থযাত্রী নিহত

ইসরাইলে পদদলিত হয়ে ৩৮ ইহুদি তীর্থযাত্রী নিহত- সংগৃহীত ছবি

ইসরায়েলে একটি ধর্মীয় উৎসবে পদদলিত হয়ে শুক্রবার (৩০ এপ্রিল) ৩৮ জন নিহত হয়েছেন। জরুরি সেবাকর্মীরা উদ্ধারকাজ পরিচালনা করছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

ইসরাইলের জরুরি পরিষেবামূলক সংগঠন ম্যাগেন ডেভিড অ্যাডম জানায়, মেরন পর্বতের পাদদেশে লাগ বি'ওমের নামের এই ধর্মীয় উৎসবে রাতে বিষয়ক ওই অনুষ্ঠানে অন্তত ৩৮ জন মারা গেছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত সঠিক সংখ্যা বলা যাবে না। খবর আল-জাজিরা

সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে 'মারাত্মক বিপর্যয়' হিসেবে অভিহিত করেন।

প্রধানত উগ্র অর্থোডক্স ইহুদিরা মেরনে লাগ বাওমর ভোজসভা উপলক্ষে হাজার হাজার ইহুদি সমবেত হয়েছিল সেখানে। এখানে দ্বিতীয় শতকের তালমুদিক সন্ন্যাসী রাব্বি শিমন বার ইয়োচাইয়ের সমাধি রয়েছে।

সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বিপুলসংখ্যক লোক একটি সংকীর্ণ পথ দিয়ে ছুটে চলার চেষ্টা করছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সমাধিস্থলে ১০ হাজার লোককে সমবেত হওয়ার অনুমতি দেয়া হয়েছিল। কিন্তু আয়োজকরা সারা দেশ থেকে ৬৫০টি ভাড়া করা বাসে করে লোকজন নিয়ে আসে। ফলে সেখানে জমায়েত হয়েছিল ৩০ হাজার লোক।

অনুষ্ঠানস্থলে প্রায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছিল। করোনাভাইরাস মহামারীর মধ্যে দেশটিতে এটিই ছিল সবচেয়ে বড় জমায়েত।