ইবির কলা অনুষদের ডিনের দায়িত্বে সাবেক উপাচার্য ড. আসকারী

ইবির কলা অনুষদের ডিনের দায়িত্বে সাবেক উপাচার্য ড. আসকারী

ইবির কলা অনুষদের ডিনের দায়িত্বে সাবেক উপাচার্য ড. আসকারী- ফাইল ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কলা অনুষদের ডিনের দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী। পূর্বের ডিনের মেয়াদ শেষ হওয়ায় আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার তিনি এ পদে যোগদান করেন।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার পূর্বের ডিন অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদের মেয়াদ শেষ হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন ১৯৮০ সংশোধিত আইন ২০১০’র ২৩ (৪) ধারা অনুযায়ী সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে ড. আসকারীকে ডিনের দায়িত্ব দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।

দায়িত্ব পেয়ে ড. আসকারী বলেন, ‘আমি আগেই চিঠি পেয়েছি। নির্দেশনা অনুযায়ী আজ থেকে নিয়োগ কার্যকর হয়েছে এবং আজ থেকেই দায়িত্ব গ্রহণ করেছি। আমার কাছে যে দায়িত্ব এসেছে তা আমি সততা, নিষ্ঠা, দক্ষতা ও আন্তরিকতার সাথে পালন করবো। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।’