করোনা পরিস্থিতিতে চরম সংকটে যশোরের পরিবহন শ্রমিকরা

করোনা পরিস্থিতিতে চরম সংকটে যশোরের পরিবহন শ্রমিকরা

করোনা পরিস্থিতিতে চরম সংকটে যশোরের পরিবহন শ্রমিকরা- ছবি: যশোর প্রতিনিধি

করোনার কারণে সরকার ষোষিত লকডাউনে পরিবহন বন্ধ থাকায় চরম সংকটে পড়েছে এর সাথে সংশ্লিষ্ট পরিবহন শ্রমিকরা। কাজ না থাকায় সংসার চালানোর তাগিদে রাস্তায় রাস্তায় চা বিক্রি করছেন অনেকে। তারা সরকারের কাছে গণপরিবহন দ্রুত চালু করে দেয়ার দাবি জানান।  সকল প্রকার স্বাস্থ্য বিধি মেনেই তারা কাজ করতে আগ্রহী। 

জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন,পরিবহন শ্রমিকরা করোনায় মরবে না, তারা না খেয়ে মরবে। সরকার যখন স্বাস্থ্য বিধি মেনে লকডাউনের মধ্যে সব কিছুই খুলে দিয়েছেন তাহলে পরিবহন সেক্টর কি দোষ করলো। তিনি আরও বলেন,সরকারের পক্ষ থেকে শ্রমিকদেরকে সাহায্য করা হলেও তা অপ্রতুল,শ্রমিকরা সাহায্য চাইনা,তারা কাজ করে খেতে চাই। দ্রুত পরিবহন চালুর দাবি এই শ্রমিক নেতার। 

যশোর জেলায় পরিবহন সেক্টরের সাথে জড়িত প্রায় ৪০ হাজার হাজার শ্রমিক। এর মধ্যে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়ন ২২৭ এর সদস্য ১৩ হাজার শ্রমিক।  সরকারের পক্ষ থেকে এই ১৩ হাজার পরিবহন শ্রমিকদের মধ্যে মাত্র ১ হাজার জন শ্রমিককে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে।