হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমী গ্রেফতার

হেফাজত নেতা জুনায়েদ আল কাসেমী গ্রেফতার

জুনায়েদ আল কাসেমী

হেফাজত ইসলামের মোদি বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংগঠনটির নেতা জুনায়েদ আল কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।শনিবার তাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার করা হয়েছে।

জুনায়েদ আল কাসেমী হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কমিটির মহাসচিবের ছেলে বলে সিআইডির বরাত দিয়ে জেলা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। তবে তিনি হেফাজতের কোন পর্যায়ের নেতৃত্বে ছিলেন তা বলতে পারেননি এ কর্মকর্তা।

তবে সিআইডির সিনিয়র এএসপি জিসানুল হক স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, গ্রেফতার হওয়া জুনায়েদ ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রতিক নাশকতায় জড়িত ছিলেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন বলেন, এটি সিআইডির বিষয়। তবে তার বিরুদ্ধে নাশকতার কোনো মামলা রয়েছে কি-না, তা যাচাই করে দেখা হচ্ছে।এদিকে তাকে আটকের পর ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে সিআইডি সূত্র জানিয়েছে।