দিনের শুরুতেই আউট লিটন, তাইজুল

দিনের শুরুতেই আউট লিটন, তাইজুল

দিনের শুরুতেই আউট লিটন, তাইজুল- সংগৃহীত ছবি

প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দায়িত্বজ্ঞানহীন ব্যাটিংয়ে বড় হারের অপেক্ষায় সফরকারীরা। ৪৩৭ রানের লক্ষ্য তাড়ায় রোববার চতুর্থদিন শেষে পাঁচ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছে ১৭৭ রান। জয়ের জন্য প্রয়োজন আরও ২৬০ রান। হাতে পাঁচ উইকেট।

এমন সমীকরণ নিয়ে পঞ্চম দিনে মাঠে নেমেই আউট হয়ে গেলেন লিটন দাস। আগের দিনে করা ১৪ রানের সঙ্গে মাত্র ৩ রান যোগ করেই ড্রেসিং রুমে যোগ দেন লিটন।

৫১তম ওভারে অভিষিক্ত স্পিনার জয়াবিক্রমের দ্বিতীয় বলে এলবিডব্লিউয়ের শিকার হন লিটন।

এ প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ২০৬ রান। মেহেদী হাসান মিরাজকে সঙ্গ দিতে মাঠে নেমে স্পিনার তাইজুল ৩০ বল সঙ্গ দেন।

শ্রীলংকার ছোঁড়া ৪৩৭ রানের বড় লক্ষ্যে নেমে বাংলাদেশের ব্যাটিং অর্ডারের প্রথম পাঁচজনের প্রত্যেকেই ছোট ছোট ইনিংস খেলেছেন। প্রতিটি জুটি ছুঁয়েছে ৩০ বা তার বেশি রান।