বিবাহ বিচ্ছেদে বিল গেটস দম্পতি

বিবাহ বিচ্ছেদে বিল গেটস দম্পতি

বিবাহ বিচ্ছেদে বিল গেটস দম্পতি-

দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম ধনী দম্পতি বিল গেটস ও মেলিন্ডা। টুইটার বার্তায় তারা এই ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার টুইটারে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়ে তারা লিখেছেন, ‘আমাদের সম্পর্কের বিষয়ে অনেক চিন্তাভাবনা এবং প্রচুর পরিশ্রমের পরে, আমরা বিবাহবিচ্ছেদের এ সিদ্ধান্ত নিয়েছি।’ তবে একসাথে জনহিতকর কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা।
তারা একত্রে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন পরিচালনা করেন। এই সংস্থাটি সংক্রমণ ব্যাধির মতো রোগ প্রতিরোধে ও শিশুদের টিকাদানে উৎসাহিত করতে কাজ করে থাকে।

আশির দশকের শেষ দিকে মেলিন্ডা যখন বিল গেটসের প্রতিষ্ঠান মাইক্রোসফটে যোগ দেন, তখন থেকে তাদের পরিচয়। তাদের তিন সন্তান রয়েছে।

ফোর্বস সাময়িকীর তথ্যমতে, বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় বিল গেটসে চতুর্থ অবস্থানে আছেন। তার সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন মার্কিন ডলার। তিনি বিশ্বের অন্যতম ধনী ওয়ারেন বাফেটের সঙ্গে ‘দ্য গিভিং প্লেজ’ উদ্যোগের সঙ্গে জড়িত। এই উদ্যোগের লক্ষ্য হলো বিশ্বের শীর্ষ পর্যায়ের ধনীদের সম্পদের একটি বড় অংশ দাতব্য কাজে লাগানো।

বিল গেটস ১৯৭০-এর দশকে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট প্রতিষ্ঠার মাধ্যমে অর্থ-সম্পদের মালিক হন।