কারামুক্ত সাংবাদিক রোজিনা

কারামুক্ত সাংবাদিক রোজিনা

কারামুক্ত সাংবাদিক রোজিনা

জামিনে মুক্তি পাওয়ার পর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম।রোববার আদালত তাকে জামিন দেয়ার পর বিকেল ৪টার কিছু পর তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সরকারি গোপন নথি চুরির অভিযোগে দাফতরিক গোপনীয়তা আইনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা মামলায় এ দিন সাংবাদিক রোজিনা ইসলামকে জামিন দিয়েছে আদালত। এর আগে বৃহস্পতিবার তার জামিন আবেদনের ওপর শুনানি হয়েছিল। তারপর রায়ের জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছিল।

পুলিশ রোজিনা ইসলামকে নথি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে গত মঙ্গলবার আদালতে হাজির করে। একইসাথে রোজিনাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। অন্য দিকে রোজিনা ইসলামের জামিনের আবেদন জানান তার আইনজীবীরা। ওই দিন শুনানি নিয়ে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম রিমান্ড আবেদন নাকচ করেন এবং রোজিনার জামিন আবেদনের ওপর অধিকতর শুনানির জন্য ২০ মে দিন ধার্য করেন। ওই দিন আদালতের নির্দেশে রোজিনাকে কারাগারে পাঠানো হয়।