পাবনায় ২৪ ঘন্টায় করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৮

পাবনায় ২৪ ঘন্টায় করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ৮

ছবি : প্রতীকী

পাবনায় করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২২ এ। রোববার (২৩ মে) জেলা স্বাস্থ্য বিভাগের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। 

জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ১৫জন । প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে করোনা রোগী শনাক্ত হচ্ছে। মারাও যাচ্ছে যাচ্ছে মাঝে মধ্যে। ইতোমধ্যেই মৃত্যুর লাইনে ২২ জনে পৌঁছেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে  জেলায় করোনায় সংক্রমণেল হার ৪.১৭%, সুস্থ্যতার হার ৯৬.৪২% এবং মৃত্যুর হার ০.৭৩%।

এদিকে করোনা সংক্রমণ প্রতিরোধে জারি করা ‘কঠোর লকডাউন’ এর মধ্যেই মানুষের ঘুরা ফেরা স্বাভাবিক বললে ভুল হবে না। সরকারের বিধিনিষেধ যেন থোড়াই কেয়ার ভাব। পৌর  শহরসহ অন্যান্য এলাকার রাস্তাঘাটে শত শত মানুষের ভিড় লেগেই আছে। অসংখ্য যারবাহনে ঠাসাঠাসি করে মানুষ চলাচল করছেন। ভিড়ের কমতি নেই হাট-বাজারে। স্বাস্থ্যবিধি উপেক্ষা করছে অসংখ্য মানুষ যত্রতত্র ঘোরাঘুরি করছেন।

পাবনা জেলা স্বাস্থ্য বিভাগ উদ্বেগ প্রকাশ করে বলেছে,‘অসচেতনতার জন্যই পাবনায় প্রতিদিন করোনা রোগী শনাক্ত হচ্ছে। এমনকি মাঝে মধ্যে মৃত্যুও হচ্ছে। করোনার প্রতিরোধে মাস্ক ব্যবহারের কোন বিকল্প নেই।’