সৌদিগামী বিমানের ফ্লাইট শুরু ২৯ মে

সৌদিগামী বিমানের ফ্লাইট শুরু ২৯ মে

সৌদিগামী বিমানের ফ্লাইট শুরু ২৯ মে-

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ২৯ মে থেকে সৌদি আরবে ফ্লাইট পরিচালনা করবে। সংস্থাটি রোববার (২৩ মে) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে হোটেল কোয়ারেন্টিন প্যাকেজ সুবিধা নিশ্চিতকরণ সাপেক্ষে আগামী ২৯ মে ফ্লাইট পরিচালনা শুরু হতে যাচ্ছে।

সৌদি গমনেচ্ছুদের হোটেল বুকিংসহ কোয়ারেন্টিন প্যাকেজ ও বিমানের আসন সংরক্ষণের জন্য নিকটস্থ সেলস কাউন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে বলা হয়েছে, ভিসার মেয়াদের ওপর অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীদের আসন সংরক্ষণ করা হবে।

বিস্তারিত জানতে বিমানের ওয়েবসাইট (https://www.biman-airlines.com/) বা বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭–এ যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সৌদি সরকারের কঠোর বিধিনিষেধের কারণে গত ২০ মে থেকে দেশটির তিন গন্তব্য রিয়াদ, দাম্মাম ও জেদ্দায় ফ্লাইট বন্ধ রেখেছে বিমান।