নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে,২ নম্বর হুঁশিয়ারি সংকেত

নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে,২ নম্বর হুঁশিয়ারি সংকেত

নিম্নচাপটি রূপ নিয়েছে ঘূর্ণিঝড়ে,২ নম্বর হুঁশিয়ারি সংকেত-

পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘ইয়াস’-এ পরিণত হয়েছে। এর ফলে আজ সোমবার তাপমাত্র কিছুটা কমবে। একই সাথে সমুদ্র বন্দর সমূহকে ২ (দুই) নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অফিস এই হুঁশিয়ারি সংকেত দিয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু জায়গা থেকে এ তাপপ্রবাহ কমতে পারে।

বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে উপকূলীয় জেলা খুলনা। খুলনা আবহাওয়া কার্যালয় বলছে, ২৬ মে নাগাদ ইয়াস ওডিশা ও পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে।

দক্ষিণ উপকূলে এক সপ্তাহের বেশি সময় ধরে গুমোট আবহাওয়া ও প্রচণ্ড গরম চলছে।

সূত্র : বাসস