বগুড়ায় মদ পানে বালু ব্যবসায়ীর মৃত্যু

বগুড়ায় মদ পানে বালু ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি

বগুড়া সদরে বিষাক্ত মদ পানে এক বালু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। রবিবার রাতে বগুড়ার বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

নিহত বালু ব্যাবসায়ীর নাম- আদম আলী ওরফে পেস্তা (৩০) পেস্তা বগুড়া শহরের ধরমপুর মসজিদ পাড়ার মৃত ইউনুছ মেম্বারের ছেলে।

জানা গেছে, পেস্তা মাঝে মাঝে মদপান করতেন। শনিবার রাতে তিনি মদপান করে বাড়ি ফেরেন। রাতেই তিনি অসুস্থ হয়ে পড়লে বিষয়টি গোপন করে বাড়িতেই চিকিৎসা দেয়া হয়। রবিবার সন্ধ্যার দিকে পেস্তা অচেতন হয়ে পড়লে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

বগুড়া সদর থানার এসআই মঞ্জুরুল হক ভূঞা বলেন, পেস্তা মাঝে মাঝে মদপান করতেন। এ ছাড়া তিনি কিডনি, লিভারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। অ্যালকোহল পানে মৃত্যুর অভিযোগ ওঠায় লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।