উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে ইয়াসের আঘাত, নিহত ২

উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে ইয়াসের আঘাত, নিহত ২

উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে ইয়াসের আঘাত, নিহত ২

ভারতের পূর্বাঞ্চলীয় উড়িষ্যা রাজ্যে বুধবার ঘূর্ণিঝড় ইয়াস আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া দপ্তর এ খবর জানিয়েছে। গত কয়েক সপ্তাহে ভারতে আঘাত হানা এটি দ্বিতীয় শক্তিশালী ঘূর্ণিঝড়।

এদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ভাদরাক জেলার ধামরা বন্দরে এটি আঘাত হানতে শুরু করে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে সেখানে ইয়াস আঘাত হানে। এ মুহূর্তে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।

ঝড়ের প্রভাবে উড়িষ্যার বিভিন্ন অঞ্চলে মঙ্গলবার থেকেই বৃষ্টি ও ঝোড়ো বাতাস হচ্ছে। মঙ্গলবার সেখানে বাতাসের গতিবেগ ছিল ১০০ থেকে ১১০ কিলোমিটার। উড়িষ্যা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, উপকূলের প্রায় দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকে ইয়াসের আঘাতে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত দুই জনের প্রাণ হানির খবর পাওয়া গছে।

সূত্র : বাসস