টসে জিতে ব্যাটে শ্রীলঙ্কা, তাসকিনের জোড়া আঘাত

টসে জিতে ব্যাটে শ্রীলঙ্কা, তাসকিনের জোড়া আঘাত

তাসকিনের জোড়া আঘাত - ছবি : সংগৃহীত

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হয়েছে শ্রীলঙ্কা। টস জিতে ব্যাট করছে লঙ্কানরা।

হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ব্যাট হাতে দুরন্ত শুরু ছিল শ্রীলঙ্কার। শেষ অবধি তাসকিনের পেস তোপে ব্রেক থ্রু পেয়েছে বাংলাদেশ। দুটি উইকেট খোয়া গেছে সফরকারীদের, দুটি উইকেটই পেয়েছেন তাসকিন।

অধিনায়ক কুশল পেরেরার সাথে শুরু থেকেই মারমুখি ছিলেন গুনাথিলাকা। লঙ্কান ওপেনিং জুটি ভাঙতেই পারছিল না কেউ। ১০ ওভারে দলটি রান তোলে ৭৭।

১২তম ওভারে সফল আগের দুই ম্যাচে উইকেট না পাওয়া তাসকিন আহমেদ। ১১.২ ওভারে বিদায় গুনাথিলাকা।

অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে মিডউইকেট দিয়ে খেলার চেষ্টায় ঠিক মতো পারেননি গুনাথিলাকা।

ব্যাটের ভেতরের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৬৮ বল স্থায়ী ৮২ রানের জুটি।

৩৩ বলে পাঁচ চার ও এক ছক্কায় ৩৯ রান করেন গুনাথিলাকা। একই ওভারে ষষ্ঠ বলে সাফল্য পান তাসকিন। পাথুন শানাকা ক্যাচ তুলে দেন উইকেটের পেছনে মুশফিকের গ্লাভসে। ৪ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি শানাকা।

এই প্রতিবেদন লেখা পযন্ত ১২.২ ওভারে শ্রীলঙ্কার রান ২ উইকেটে ৮৩ রান। কুশল পেরার সাথে ব্যাট করছেন কুশল মেন্ডিজ।

টানা দুই জয়ে ইতোমধ্যে তিন ম্যাচ সিরিজে ২-০তে এগিয়ে বাংলাদেশ। সান্ত্বনার জয় পেতে মরিয়া শ্রীলঙ্কা। অন্য দিকে তামিম বিগ্রেডের চোখ হোয়াইটওয়াশে।