নেত্রকোনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে জরিমানা

নেত্রকোনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে জরিমানা

নেত্রকোনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে জরিমানা-

নেত্রকোনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিক্রয়ের দায়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত। শনিবার (২৯ মে) জেলার আটপাড়া উপজেলার মুনসুরপুর বাজারে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিজান পরিচালনা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নারায়ণ চন্দ্র বর্মন।

জানা গেছে,  বিভিন্ন দোকানে অভিজান পরিচালনা করে নকল ব্যান্ডরোলযুক্ত জনি ও আলম বিড়ি জব্দ করা হয়। এসময় ব্যবসায়ীদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

এদিকে অভিজান পরিচালনা করার খবর শুনে আলম বিড়ির আটপাড়া উপজেলার এক সরবরাহকারী এনামুল মুনসুরপুর নতুন বাজার থেকে কুচুটিয়ার পথে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।  পরে তাকে ১ বস্তা বিড়ি ও বিড়ি বিক্রয়ের জন্য বিভিন্ন উপটৌকন সহ ধরে এনে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সামনে হাজির করা হয়।  এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এনামুলকে নগদ ৩০০০০ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের জেল প্রদান করেন। এই অভিজান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোট ৩৫০০০ টাকা জরিমানা করে জব্দকৃত মালামাল উপস্থিত জনতার সামনে পুড়িয়ে দেওয়া হয়।