ভিয়েতনামে নতুন 'হাইব্রিড' করোনা শনাক্ত

ভিয়েতনামে নতুন 'হাইব্রিড' করোনা শনাক্ত

ভিয়েতনামে নতুন 'হাইব্রিড' করোনা শনাক্ত

ভিয়েতনামে নতুন এক ধরনের হাইব্রিড করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, করোনার ভারতীয় ও যুক্তরাজ্যের ধরন মিলে এটি তৈরি হয়েছে।

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভিয়েতনামে শনাক্ত হওয়া এই হাইব্রিড করোনা খুবই দ্রুত ছড়িয়ে পড়তে পারে এবং এটি বাতাসের মাধ্যমে ছড়াতে পারে বলেও বিশেষজ্ঞরা মনে করছেন।
 
ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী এনগুয়েন থান লং এ ব্যাপারে বলেন, গতকাল শনিবার শনাক্ত হওয়া এই ধরন খুবই বিপজ্জনক।

ভাইরাস সবসময় রূপ বদলে ফেলে এবং বেশিরভাগ রূপগুলো অসংলগ্ন হয়। তবে কিছু কিছু ভাইরাস রূপ পাল্টে আরো সংক্রামক হয়ে উঠতে পারে।

২০১৯ সালের ডিসেম্বরের শেষের দিকে শনাক্ত হওয়া করোনাভাইরাস এখন পর্যন্ত শত শত বার রূপ বদলেছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী এনগুয়েন থান লং এক বৈঠকে বলেছেন, ব্রিটেন এবং ভারতে শনাক্ত হওয়া করোনার দুই ধরনের যৌথ ভার্সন ভিয়েতনামে শনাক্ত হওয়া ধরনটি। আগে শনাক্ত হওয়া ধরনগুলোর চেয়ে এটি বেশি সংক্রামক হওয়ার শঙ্কা রয়েছে। এটি বাতাসেও ছড়াতে পারে। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

সূত্র: বিবিসি