রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরুদ্ধে অভিযান, জরিমানা

রাজবড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। 

শনিবার (২৮ মে) বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট হাবিবুল্লাহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় একটি বিড়ি মালিককে জরিমানা করা হয়।

জানা গেছে, জেলার বলিয়াকান্দি উপজেলার ঝর্ণা বিড়ি সরকারের কর ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি সরবরাহ করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার তৃষা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের একটি দল।

অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি সরবরাহের সত্যতা পাওয়ায় ঝর্ণা বিড়ির মালিক ঝর্ণা খানকে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদলতের পক্ষ থেকে জানানো হয়, সরকারের কর ফাঁকি দয়ে যারাই এ ব্যবসা করবে তাদের বিরুদ্ধে সর্বদা অভিযান চলমান থাকবে।