জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ইবিতে দোয়া ও খাবার বিতরণ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ইবিতে দোয়া ও খাবার বিতরণ

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ইবিতে দোয়া ও খাবার বিতরণ-

বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ মে) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ডানপন্থী ও জাতীয়তাবাদী শিক্ষকদের সংগঠন সাদা দল এর আয়োজন করে।

দোয়া অনুষ্ঠানে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন সংগঠনটির সদস্যরা।

এ সময় সাদা দলের আহবায়ক প্রফেসর ড. কে এম মতিনুর রহমান, সদস্য প্রফেসর ড. লুৎফর রহমান, প্রফেসর মো. সেলিম, প্রফেসর আব্দুল মোমিন, কর্মকর্তা হাফিজুর রহমান, মীর সিরাজুল ইসলাম বিপু, জামিরুল ইসলাম, এনামূল হকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

এ দিকে দিবসটি উপলক্ষে র‍্যালি ও খাবার বিতরণ করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। দলীয় সূত্র মতে, এদিন বেলা ১১টায় ক্যাম্পাস সংলগ্ন শেখাপাড়া বাজার থেকে র‍্যালি বের করেন তারা। 

র‍্যালি নিয়ে ক্যাম্পাসের থানা গেট দিয়ে ভেতরে প্রবেশ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের স্থানে জিয়াউর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করতে চাইলে পুলিশি বাঁধার সম্মুখীন হন বলে দাবি নেতাকর্মীদের। ফলে সড়কেই র‍্যালি শেষ করেন তারা। 

পরে বেলা সাড়ে ১১টায় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে শেখাপাড়া বাজারে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করেন নেতাকর্মীরা। 

এ সময় শাখা ছাত্রদলের সহসভাপতি মোহাইমিনুল ইসলাম সোহাগ, সাধারণ সম্পাদক রাশিদুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক আবু খায়ের, দপ্তর সম্পাদক সাহেদ আহম্মেদ, সদস্য আবু দাউদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।