যশোরে ২৪ ঘন্টায় ২৯ করোনা রোগী শনাক্ত, ভারতীয় ভেরিয়েন্ট ৫

যশোরে ২৪ ঘন্টায় ২৯ করোনা রোগী শনাক্ত, ভারতীয় ভেরিয়েন্ট ৫

ছবি: প্রতিনিধি

যশোর প্রতিনিধি: যশোরে করোনায় গত ২৪ ঘন্টায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের জিনম সেন্টারে ২২০ টি নমুনা পরীক্ষায় ২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।  এছাড়া ৫ জনের শরীরে ভারতীয় ভেরিয়েন্ট পাওয়া গেছে।

সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯০১ জন। এ পর্যন্ত মৃত্যুবরন করেছেন ৮০ জন,সুস্থ্য হয়েছেন ৬ হাজার ৩৮৪ জন।

ভারত থেকে গত ২৬ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত ফিরেছেন ৪ হাজার ১৪৭ জন। এর মধ্যে একজন কিডনী ও একজন ক্যানসারে আক্রান্ত ভারত ফেরত রোগী হোটেল কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মৃত্যুবরন করেন।

সিভিল সার্জন ডাঃ আবু শাহীন মুঠো ফোনে জানান,গত ২৬ এপ্রিল থেকে এ পর্যন্ত মোট ৩০ জন করোনা আক্রান্ত রোগী ভারত থেকে দেশে ফিরেছেন। ভারত থেকে দেশে ফিরে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন, মোট রোগী ৪৬ জন । এদের মধ্যে বর্তমানে ১৫ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ,বাকীরা সুস্থ হয়ে ফিরে গিয়েছেন । তিনি আরও জানান,জেলায় করোনা সংক্রমনের হার বাড়েনি। এ মাসে ১৮% থেকে ২০% রোগীই পাওয়া যাচ্ছে।