যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার ফেনসিডিল জব্দ

যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার ফেনসিডিল জব্দ

যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার ফেনসিডিল জব্দ- ফাইল ছবি

যশোর প্রতিনিধি: যশোর সীমান্তে ৫ মাসে ১১ হাজার বোতল ফেনসিডিল সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান পন্য ও মাদক জব্দ করেছে বিজিবি।
 
যশোর ৪৯ বিজিবি’র অধিনায়ক লে.কর্নেল সেলিম রেজা জানান, গত ৫ মাসে যশোরের সীমান্ত এলাকাগুলোতে অভিযান চালিয়ে ১১ হাজার বোতল ফেনসিডিল, ৭ কেজি সোনা সহ প্রায় ১০ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। সেই সাথে ইয়াবা ও মাদক পাচার সহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৭৩ জন চোরাচালানিকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, সর্বশেষ গত ২৫ মে বিকালে বেনাপোল চেকপোস্টের একটি দোকানে অভিযান চালিয়ে সাদিপুর গ্রামের সামসুল হকের ছেলে আমিনুল ইসলামকে ৪ কোটি টাকা মূল্যমানের ১০ ইউএস ডলার মূল্যের ৩০ হাজার ৫৪০ পিস, ৫ ইউএস ডলার মূল্যের ৩ হাজার পিস, ২৫ ইউএস ডলার মূল্যের ৪ হাজার ৭০০ পিস ও ১০ সৌদি রিয়ালের ৪ হাজার ৯০০ পিস ইন্টারন্যাশনাল কলিং কার্ডসহ আটক করা হয়।

এছাড়াও গত বছর অভিযান চালিয়ে ৪১ কেজি ৭২২ গ্রাম সোনা সহ প্রায় ৩০ কোটি টাকার বিভিন্ন চোরাচালান পণ্য আটক করা হয়। জব্দকৃত অন্যান্য চোরাচালানের মধ্যে রয়েছে রুপা, ইমিটেশনের গহনা, বিভিন্ন কসমেটিক্স সামগ্রী, শাড়ি, থ্রিপিস-শার্টপিস, তৈরি পোশাক, থান কাপড়, চন্দন কাঠ, চা পাতা, কয়লা, সিএনজি চালিত অটোরিকশা এবং বেশকিছু মোটরসাইকেল রয়েছে।