করোনার উচ্চ ঝুঁকিতে যশোর

করোনার উচ্চ ঝুঁকিতে যশোর

ফাইল ছবি

সীমান্তবর্তী জেলা যশোরে করোনা শনাক্তের হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে করোনার উচ্চ ঝুঁকিতে রয়েছে এই জেলা।  মে মাসে গড় শনাক্তের হার ছিল ১৮ থেকে ২০ শতাংশ। তবে চলতি সপ্তাহে এ হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৪ শতাংশে। 

ইতোমধ্যে যশোর পৌরসভার ৩ ও ৪ নং ওয়ার্ডে অ-ঘোষিত লকডাউন দিয়েছে জেলা প্রশাসন। এসব এলাকায় মানুষের চলাচল সীমিত করা সহ করোনা আক্রান্তদের বাড়ীতে লাল পতাকা টানিয়ে দেয়া হয়েছে।  জন সচেতনতার জন্য মাইকিং করা হচ্ছে। এছাড়া প্রতিদিন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ২ টি মোবাইল কোর্টের টীম উক্ত এলাকাগুলিতে মোবাইল কোর্ট পরিচালনা করছে। এসব ওয়ার্ডে কোভিড আক্রান্তদেরকে টেলি মেডিসিন সেবার আওতায় আনা হয়েছে বলে জানান  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান।

তিনি আরও জানান,পৌরসভার অন্যান্য ওয়ার্ড সহ জেলার সকল উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে।

তবে এত কিছু সত্ত্বেও স্বাস্থ্য বিধি মানছেনা সাধারন জনগন। কেউ কেউ মাস্ক ছাড়া আবার কেউবা মাস্ক পড়লেও তা খাকছে থুঁতনিতে।

গত ২৪ ঘন্টায় জেলায় ভারত ফেরত একজন সহ করোনা আক্রান্তের সংখ্যা ১০৬ জন। ভারত ফেরত করোনা রোগীকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে।