ভারতে দৈনিক সংক্রমণ ১ লক্ষের নিচে

ভারতে দৈনিক সংক্রমণ ১ লক্ষের নিচে

গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ১২৩ জনের-

ভারতের দৈনিক আক্রান্তের সংখ্যা নামল এক লক্ষের নিচে। দু’মাসের পর আক্রান্তের সংখ্যা এতটা কম হল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন। গত ৩ এপ্রিল ভারতে আক্রান্তের সংখ্যা শেষবার ৯০ হাজারের কম ছিল। তার পর বাড়তে বাড়তে তা ৪ লক্ষেও পৌঁছেছিল। গত কয়েক সপ্তাহে করোনার দ্বিতীয় ঢেউ অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

সংক্রমণের সঙ্গে দৈনিক মৃত্যুও আগের থেকে কিছুটা কমেছে। যদিও তা এখনও ২ হাজারের বেশিই রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ২ হাজার ১২৩ জনের। এই বৃদ্ধির ফলে মোট মৃতের সংখ্যাও সাড়ে ৩ লক্ষ পার করল। এপর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট প্রাণ গেছে ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জন ভারতীয় নাগরিকের।

তবে প্রতিদিন নতুন সংক্রমণের থেকে সুস্থ বেশি হওয়ায় দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যা কমছে। গত ৩ সপ্তাহ ধরেই তা কমছে। এখন দেশটিতে সক্রিয় রোগী রয়েছেন ১৩ লক্ষ ৩ হাজার ৭০২ জন। পাশাপাশি দেশটির সংক্রমণের হারও নেমেছে ৫ শতাংশের নীচে। -আনন্দবাজার