কুষ্টিয়ায় ৩ লক্ষাধিক শলাকার পুনঃ ব্যবহৃত ব্যান্ডরোল যুক্ত বিড়ি আটক

কুষ্টিয়ায় ৩ লক্ষাধিক শলাকার পুনঃ ব্যবহৃত ব্যান্ডরোল যুক্ত বিড়ি আটক

ছবি : প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় পুনঃ ব্যবহৃত ব্যান্ডরোল যুক্ত ৩,৩০,০০০ শলাকার নয়ন বিড়ি আটক করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট, কুষ্টিয় সার্কেল-২।

বুধবার (৯ জুন)ভেড়ামারা উপজেলার গোলাপনগর এলাকা থেকে এসব বিড়ি আটক করা হয় ।

জানা যায়, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কুষ্টিয়া সার্কেল-২ এর রাজস্ব কর্মকর্তা নওশের আলী মুন্সির নেতৃত্বে একটি নিবারক দল ভেড়ামারার গোলাপনগর এলাকায় ভোরে অভিযান পরিচালনা করে। এ সময় নয়ন বিড়ি নামীয় প্রতিষ্ঠানের সর্বমোট ৩,৩০,০০০ শলাকা বিড়ি মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়।জব্দকৃত বিড়ির বাজারমূল্য ২,৩৭,৬০০ টাকা যার সাথে সরকারের ১,০৬,৯২০ টাকা রাজস্ব জড়িত ।

আটককৃত বিড়ি কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেল কুষ্টিয়া -০২, ভেড়ামারা দপ্তরে নিয়ে জমা প্রদান করা হয়। আটককৃত উক্ত  চালানের বিষয়ে মূসক আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।