কুষ্টিয়ায় করোনায় রেকর্ড ১৫ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনায় রেকর্ড  ১৫ জনের মৃত্যু

কুষ্টিয়ায় করোনায় রেকর্ড ১৫ জনের মৃত্যু

কুষ্টিয়ায়  গত ২৪ ঘন্টায় করোনায় রেকর্ড সংখ্যাক ১৫জনের মৃত্যু হয়েছে । একই সময়ে আক্রান্ত হয়েছে ২৯২জন। জেলায় এটিই এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু ও শনাক্ত। এখন পর্যন্ত ৮ হাজার ৭৬৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ২৪৫ জন। সুস্থ হয়েছেন ৫ হাজার ৮২৩ জন।

রবিাবর (৪জুলাই)রাতে জেলা প্রশাসকের কার্যালয় এসব তথ্য নিশ্চিত করেছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার  বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৩০ শতাংশ।

বর্তমানে কুষ্টিয়ায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ হাজার ৬৯৮ জন। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ২৫৯ জন এবং হোম আইসোলেশনে আছেন ২ হাজার ৪৩৯ জন।

এদিকে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কুষ্টিয়ায় চলমান লকডাউন আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে। কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।

এতে বলা হয়, কুষ্টিয়ায় চলমান লকডাউন আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত চলবে। এ সময় ওষুধ, নিত্য প্রয়োজনীয় মুদি দোকান, কাঁচাবাজার ছাড়া বাকি সব ধরনের দোকান ও শপিংমল বন্ধ থাকবে।