যশোরে কঠোর লকডাউনের ৫ম দিনেও প্রসাশনের জোরদার

যশোরে কঠোর লকডাউনের ৫ম দিনেও প্রসাশনের জোরদার

শোরে কঠোর লকডাউনের আজ ৫ম দিনে পুলিশ,সেনাবাহিনী,বিজিবি ও জেলার ১০টি ভ্রাম্যমান আদালতের কঠোর নজরদারি অব্যাহত আছে

যশোর প্রতিনিধি: যশোরে কঠোর লকডাউনের আজ ৫ম দিনে পুলিশ,সেনাবাহিনী,বিজিবি ও জেলার ১০টি ভ্রাম্যমান আদালতের কঠোর নজরদারি অব্যাহত আছে।জেলায় খুব স্বল্প সংখ্যক রিকশা ও ইজিবাইক চলছে। যশোর জেলা থেকে অন্য জেলায় যেমন কেউ যেতে পারছেনা ঠিক তেমন যশোরেও কেউ প্রবেশ করতে পারছেনা। জেলার করোনা প্রবন এলাকা গুলিতে বাঁশ দিয়ে রাস্তা আটকে দেয়া হয়েছে। সংক্রমন কমানোর জন্য বাজারে যাতে  মানুষ না যায় সে কারণে প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে ২ টি করে ভ্রাম্যমান ভ্যান দেয়া হয়েছে সব্জি বিক্রির জন্য। জেলার বিভিন্ন পয়েন্টে ৬০টি চেক পোস্ট বসিয়ে বিনা প্রয়োজনে বের হওয়া যানবাহন ও সাধারন মানুষকে জরিমানা করছে ভ্রাম্যমান আদালত।  এছাড়া ভ্রাম্যমান আদালতের অভিযানে গতকাল জেলায় চলাচলে নির্দেশনা ও স্বাস্থ্যবিধি না মানায় ৬৯ টি মামলা ও ৮৬ হাজার ৩শ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্টেট তানজিলা আখতার বলেন, মানুষকে আটক ও জরিমানা করা আমাদের উদ্দেশ্য নয়। মানুষকে করোনা ভাইরাসের ভয়াবহতা বুঝানো এবং সচেতন করাই আমাদের মূল উদ্দেশ্য। তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন অভিযান চলমান থাকবে এবং যারা বিনা প্রয়োজনে বাড়ীর বাইওে বের হবেন তাদেরকে আইনের বিভিন্ন ধারায় আটক ও জরিমানা করা হবে।

এছাড়া বিভিন্ন বেসরকারী সংগঠনের পক্ষ থেকে ফ্রী অক্সিজেন সেবা চালু করা হয়েছে। এছাড়া করোনা রোগীদের জন্য জেলার বিভিন্ন বেসরকারী হাসপাতালে মোট ১০০ টি বেড প্রস্তুত করা হয়েছে।