করোনা টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ বছর

করোনা টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ বছর

করোনা টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ বছর

মহামারী করোনাভাইরাসের টিকা নিবন্ধনের বয়সসীমা কমিয়ে ৩৫ বছর করা হয়েছে। সেই সাথে  গণটিকার কার্যক্রম শিগগিরই চালু হচ্ছে বলে জানা গেছে।

আজ সোমবার (৫জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, খুব তাড়াতাড়িই খুলে দেওয়া হচ্ছে টিকা নিবন্ধন অ্যাপ। পাশাপাশি গণটিকার ক্ষেত্রে সর্বনিম্ন বয়সসীমা ৪০ থেকে কমিয়ে ৩৫ করা হচ্ছে। বর্তমানে ৪০ বছরের বেশি বয়স হলে টিকা নেয়ার জন্য নিবন্ধন করা যায়। টিকা নিবন্ধন শুরুর দিকে ৫৫ বছর বয়সীরা নিবন্ধন করার অনুমোদন পেয়েছিলেন।

গণমানুষের জন্য বড় পরিসরে টিকা কার্যক্রম শিগগিরই শুরু হবে। এ জন্য গণমানুষের জন্য নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে খুলে দেয়া হবে। ৩৫ বছরের বেশি বয়সীরা টিকার জন্য নিবন্ধন করতে পারবে।’

কয়েকদিন আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরাসহ তিন ক্যাটাগরির মানুষদের টিকা প্রদানের জন্য নিবন্ধন শুরু হয়। আগামী বৃহস্পতিবার থেকে গণটিকা কার্যক্রমের নিবন্ধন চালু হতে যাচ্ছে বলে স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে।