পশ্চিমবঙ্গ : হাজারের নিচে নামল করোনা আক্রান্তের সংখ্যা

পশ্চিমবঙ্গ : হাজারের নিচে নামল করোনা আক্রান্তের সংখ্যা

পশ্চিমবঙ্গ : হাজারের নিচে নামল করোনা আক্রান্তের সংখ্যা

জুলাইয়ের গোড়া থেকে আশার আলো দেখাচ্ছিল রাজ্যের করোনা পরিস্থিতি। নিম্নমুখী হয়েছিল সংক্রমণের গ্রাফ। সোমবার একধাক্কায় অনেকটা কমল দৈনিক করোনা সংক্রমণ। দীর্ঘদিন পর এক হাজারের নিচে নামল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। কমেছে মৃ্ত্যুও। সবমিলিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে বাংলা। ফিরছে স্বাভাবিক ছন্দে।

সোমবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের দেওয়া রিপোর্ট অনুযায়ী, একদিন এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৮৮৫ জন। তাঁদের মধ্যে ১০৯ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এই জেলায় দৈনিক সংক্রমণ সর্বোচ্চ। কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৪ জন। উত্তর ২৪ পরগনা ছাড়া অন্য কোনও জেলায় ১০০-এর বেশি করোনা আক্রান্তের হদিশ মেলেনি। এই পরিসংখ্যান নিসন্দেহে স্বস্তি দিচ্ছে রাজ্য স্বাস্থ্যদপ্তরকে।

এদিকে এদিন বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৬ হাজার ২৭৯ জন। যাঁদের মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন ১৪ লক্ষ ৭০ হাজার ৫১২ জন। ফলে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৬৩ শতাংশ। চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৫০। যা রবিবারের তুলনায়  ৮৩০ জন কম। 

সূত্র : সংবাদ প্রতিদিন