অধঃস্তন আদালতে ভার্চুয়ালি ৬,৬,৩১ ফৌজদারি মামলার জামিন

অধঃস্তন আদালতে ভার্চুয়ালি ৬,৬,৩১ ফৌজদারি মামলার জামিন

অধঃস্তন আদালতে ভার্চুয়ালি ৬,৬,৩১ ফৌজদারি মামলার জামিন

অধঃস্তন আদালতে শারীরিক উপস্থিতি ব্যাতিরেকে আরো ৬ হাজার ৬৩১টি ফৌজদারি মামলায় জামিন নিস্পত্তি হয়েছে। 
আজ বুধবার (৭জুলাই) সুপ্রিমকোর্টের মুখপাত্র ও বিশেষ কর্মকর্তা মোহাম্মদ সাইফুর রহমান  এ তথ্য জানান। 
তিনি বলেন, গত ২০ জুন হতে ৩০ জুন পর্যন্ত শারীরিক উপস্থিতিতে সারাদেশে বিচারকার্য চলাকালীন সময়ে কিছু কিছু জেলায় স্থানীয় বিধিনিষেধের কারণে ভার্চুয়াল আদালত পরিচালিত হয়। ওই সময় দেশের বিভিন্ন জেলার আদালতসমূহে ভার্চুয়াল শুনানিতে ৬,৬,৩১টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয় এবং  ৩ হাজার ৪২০ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিনে কারাগার হতে মুক্ত হয়েছেন।
সুপ্রিমকোর্ট মুখপাত্র বলেন, চলতি বছর ৫৫ কার্যদিবসে সারাদেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ৪৩ হাজার ৯৬১টি মামলায় জামিনের দরখাস্ত ভার্চুয়াল শুনানির মাধ্যমে নিষ্পত্তি হয়। এসব আবেদনের পরিপ্রেক্ষিতে ৭৩ হাজার ৭৫ জন হাজতী অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারাগার হতে মুক্ত হয়েছেন।
সুপ্রিমকোর্টের মুখপাত্র আরো বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর প্রথম দফায় ২০২০ সালের ১১ মে থেকে ৪ আগস্ট পর্যন্ত মোট ৫৮ কার্য দিবসে সারা দেশে অধঃস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে মোট ১ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ফৌজদারি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৭২ হাজার ২২৯ জন অভিযুক্ত ব্যক্তির জামিন হয়েছে।

সূত্র: বাসস